ইতিবাচক কিছু কথা ও উক্তি:)

১) কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ো না।…….. বরঞ্চ তাদের বিষাক্ত সাহচর্য থেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও।।।।।

২) তুমি কি সেটা কেবলমাত্র তোমার পক্ষেই উপলব্ধি করা সম্ভব।।। সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারণা করছে বা কে কি বলছে তা নিয়ে বিচলিত হয়ো না। বাইরে থেকে না বুঝতে পারলেও একমাত্র ঝিনুকই জানে তার ভিতরের মুক্তার উপস্থিতি।।।

৩) কৃত ভুলের জন্য একজন মানুষকে বার বার দোষারোপ করা থেকে বিরত থাকাই শ্রেয়!!! ঘা শুকানোর জন্য সময় না দিয়ে খোঁচাখোঁচি শুরু করলে তা আরো বিকট আকার ধারণ করে।।

ইতিবাচক স্ট্যাটাস:)

১) গতকাল কি হয়েছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না,আগামী কাল কি করবেন সেটা নিয়ে চিন্তা করুন।

২) নিজের জীবনে অতীত বলতে কোন অপশন রাখবেন না অপশন একটাই সেটা শুধুমাত্র ভবিষ্যৎ আর ভবিষ্যৎ।

৩) আপনি যে রাস্তাটিতে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি পাকা করা শুরু করুন।

সবাই পাসে থাকবেন।।। ধন্যবাদ